সুপ্রভাত ডেস্ক »
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, ১৫ বছরের জঞ্জাল তিনমাসে দূর করা যাবে, এটা ভাবা ঠিক না। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল না হলে অন্য সূচকগুলোও স্থিতিশীল হয় না। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং আরও ক্ষয় হওয়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের পূর্বাভাস: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষ অতিথি ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য সম্মেলনে সব খাতের ব্যবসায়ী নেতারা এ অভিযোগ করেন।
তারা সরকারের কাছে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার অনুরোধ করেন। অন্যথায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়বে বলে আশঙ্কা তাদের।
তবে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে। টার্গেট করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে।
অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এটি বন্ধ করতে হবে। চোখ বন্ধ না করে, চোখ খোলা রেখে বাস্তবতার মুখোমুখি হতে হবে। তিনি এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
বিকেএইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মাহমুদ ডেনিমের উপ-ব্যবস্থাপনা পরিচালককে সেনা বাহিনীরি উপস্থিতিতে শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য ডেকে নেওয়া হলো। কিন্তু তার ওপর হামলা হয়েছে। এটি ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা দেবে।
গ্যাস সংকটের কারণে এই উদ্যোক্তা তার দুটি কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। তাদের সার্ভিস সুবিধা দিতে প্রতিষ্ঠানটি ব্যাংকের সঙ্গে আলোচনা করছে। এ সময় এ ধরনের হামলা হলো। শ্রমিকের টাকা দেওয়ার ইচ্ছা না থাকলে তো মালিক পালিয়ে যেতেন।
এদিকে ব্যবসায়ীদের হতাশায় না ভোগার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার আপ্রাণ চেষ্টা করছে। ১৫ বছরের জঞ্জাল তিনমাসে দূর করা যাবে, এটা ভাবা ঠিক না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতির কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা দু-চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে কিছুটা স্থিশীলতা আসতে শুরু করেছে। রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছে।
অর্থনৈতিক সংস্কার নিয়ে তিনি বলেন, পলিসি রেট আপাতত বাড়ানো হচ্ছে না। আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার।
এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব আদায়কারী এবং আইনপ্রনেতা আলাদা করা হবে। এসময় এলডিসি গ্রাজুয়েশন হলে গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, এখন সময় এসেছে নিজেদের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে ব্যবসা করতে হবে, স্বজনপ্রীতি দিয়ে নয়। এমনকি মন্ত্রণালয়ের সংখ্যাও কমানোর পরামর্শ দেন তিনি।

















































