সুপ্রভাত বিনোদন ডেস্ক »
২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কায়েস আরজুর। প্রথম ছবিতেই দর্শক প্রশংসা পান এই নায়ক।
এরপর গত ১৪ বছরে মুক্তি পায় তার ৯টি ছবি। এরমধ্যে অসংখ্য নাটক-বিজ্ঞাপনের অফার পেলেও সেসব ফিরিয়ে দেন সিনেমার ক্যারিয়ারের কথা ভেবে। তবে এই পর্যায়ে এসে প্রথমবার তিনি মডেল হলেন বিজ্ঞাপনে। যার সম্প্রচার শুরু হলো ১৯ অক্টোবর থেকে।
মার্কস গোল্ড মিল্কের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশফাক উজ্জামান বিপুল। যেখানে আরজুকে দেখা গেছে নতুন গেটআপে।
১৪ বছরের ক্যারিয়ারে প্রথম বিজ্ঞাপন! প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্যি বলতে টানা এক যুগ আমি নিজেকে উৎসর্গ করেছিলাম চলচ্চিত্রের জন্য। আমি চাইনি সিনেমা থেকে নিজের দৃষ্টিটা সরাতে। তা-ই নয়, এরমধ্যে অসংখ্য সিনেমাও ফিরিয়েছি মূল চরিত্র পাইনি বলে। তবে গেলো দুই বছর ধরে আমি নানা মাধ্যমে নিজেকে যুক্ত করছি। কারণ, সময় বদলেছে। তারই অংশ হিসেবে এবার বিজ্ঞাপন করলাম। এটি প্রচারের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। বিজ্ঞাপনে প্রথম অভিজ্ঞতা দারুণ; সিনেমার মতোই!’
এদিকে এই করোনাকালেও কায়েস আরজুর মুক্তি প্রতীক্ষিত সিনেমার সংখ্যা চারটি। এরমধ্যে রয়েছে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের ‘এক পসলা বৃষ্টি’, শাখাওয়াত হোসাইনের ‘হিমুর বসন্ত’ এবং গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’।
শিগগিরই কায়েস যুক্ত হচ্ছেন ওয়েব সিরিজেও। এর ঘোষণা দেবেন শিগগিরই।



















































