সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
সীমিত ওভারের সিরিজ খেলতে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু সফরকারী দল কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুদিন আগেই আসতে চাইছে। এ বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। খবর বাংলা ট্রিবিউন
বাংলাদেশে পৌঁছে চার-পাঁচ দিনের ক্যাম্প করার ইচ্ছা আফগান দলের। ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছে সিলেট যাওয়ার পরিকল্পনা তাদের। আফগান বোর্ডের এই অনুরোধ রেখেছে বিসিবি। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। আমরা তাদের অনুরোধ রেখেছি। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এজন্য চার-পাঁচ দিন আগে তারা আসবে। এ মুহূর্তে যে সূচি করা আছে, আমরা প্রত্যাশা করছি ১২ ফেব্রুয়ারি তারা চলে আসবে।’ আফগানিস্তান দলকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বায়ো বাবল মেইন্টেইন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তাদের চলাফেরা থাকবে সীমিত। এ সিরিজটি শুরুতে চট্টগ্রাম ও সিলেটে আয়োজন করতে চেয়েছিল বিসিবি। কিন্তু সিলেটে ক্যাম্প করতে দেওয়ায় ঢাকায় ম্যাচ আয়োজন করতে হবে। চট্টগ্রামে হবে তিনটি টি-টোয়েন্টি। ঢাকায় তিনটি ওয়ানডে। বিপিএলের মতো আফগানিস্তান সিরিজেও দর্শক ছাড়া আয়োজন করতে পারে বিসিবি। তবে সিরিজ শুরুর আগে কোভিড পরিস্থিতি দেখে সরকারের নতুন নির্দেশনা চাইবে আয়োজকরা। এছাড়া ডিআরএস নিয়ে সুসংবাদ দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। কোভিডের কারণে বিপিএলে ডিআরএস টেকনিশিয়ানদের আনতে পারেনি তারা।
চট্টগ্রাম পর্বে ব্যবহার করা হয় এডিআরএস।
শঙ্কা কেটে যাওয়াতে আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকছে। নিজামউদ্দিন বলেছেন, ‘আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে। শুধু আফগানিস্তান সিরিজেই নয়, বিপিএলে ঢাকা পর্বের শেষ দিকের ম্যাচগুলোতেও ডিআরএস ব্যবহার করা হবে।’