করোনার প্রভাব
নভোটেলের সাথে চুক্তি করেও ক্রেতা খুঁজছে মেরিডিয়ান
২০২১ এ চালু হবে পাঁচ তারকা হোটেল প্যাসিফিক জিন্সের ম্যারিয়ট ও পেনিনসুলা গার্ডেন
চালুর কয়েকমাস পর বন্ধ হল চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্ন
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তারকা হোটেল স্থাপনে ধীরে চলো নীতি
ভূঁইয়া নজরুল::
নগরীর দামপাড়ায় আধুনিক নকশায় পাঁচ তারকা হোটেল নির্মাণের লক্ষ্যে ২৩তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় গত ফেব্রুয়ারিতে। আগামী বছর কাজ শেষ হওয়ার পর তা বিশ্বখ্যাত তারকা হোটেল নভোটেলের পরিচালনায় চেইন হোটেল হিসেবে চালু করার পরিকল্পনা ছিল। সেই হিসেবে হোটেল নির্মাণকারী প্রতিষ্ঠান মেরিডিয়ানের সাথে চুক্তিও হয়। তবে, গত মার্চের পর থেকে এর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। সেটি বিক্রির জন্য বর্তমানে ক্রেতা খুঁজছে মেরিডিয়ান।
এ বিষয়ে কথা হয় মেরিডিয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ শাহাদাতের সাথে। তিনি বলেন, ‘আমরা এই প্রকল্প থেকে বের হয়ে আসার রাস্তা খুঁজছি। মূলত আর্থিক সমস্যার কারণেই আমরা ক্রেতা খুঁজছি।’
কিন্তু আপনারা তো এটি তারকা হোটেল হিসেবে পরিচালনার জন্য নভোটেলের সাথে চুক্তিবদ্ধ। এখন যদি বিক্রি করে দেন তাহলে তা কী হিসেবে ব্যবহৃত হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি কিনবেন তিনি হোটেল হিসেবেও ব্যবহার করতে পারেন। সেহিসেবে নভোটেল বা অন্য যে কারো সাথে চুক্তি করতে পারবেন। অথবা কেউ হাসপাতাল হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন।’
মঙ্গলবার দুপুরে দামপাড়ায় নির্মাণাধীন ভবনটি ঘুরে কোনো নির্মাণ কাজ চলতে দেখা যায়নি।
করোনাকালে যেখানে মেরিডিয়ান গ্রুপ তাদের নির্মিত হোটেলটি বিক্রি করে দেয়ার জন্য ক্রেতা খুঁজছেন সেখানে প্যাসিফিক জিন্সের মালিকানাধীন অপর তারকা হোটেল ম্যারিয়টের কী অবস্থা জানতে সরেজমিনে আগ্রাবাদ গিয়ে দেখা যায়, নির্মাণ কার্যক্রম চলছে। এ বিষয়ে প্যাসিফিক জিন্সের ও চিটাগাং চেম্বারের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভির বলেন, ‘করোনার কারণে আমাদের হোটেলটির নির্মাণ কাজ বিলম্বিত হচ্ছে। আগামী বছরের শেষ নাগাদ তা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। ২১০ কক্ষের পাঁচ তারকা হোটেল পরিচালনায় আন্তর্জাতিক চেইন হোটেল ম্যারিয়টের সাথে চুক্তি হয়েছে। ’
তিনি বলেন, চট্টগ্রামে তারকামানের হোটেলের চাহিদা রয়েছে। চট্টগ্রামকে কেন্দ্র করে আশপাশে যে বিনিয়োগ হচ্ছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নামি কোম্পানিগুলো এখানে চেইন হোটেল করার ব্যাপারে এগিয়ে আসছে।
![](https://suprobhat.com/wp-content/uploads/2020/09/MERIEOT_-Five-Star-Hotel_Agrabad-Goshaildanga-1-300x224.jpg)
এদিকে চালুর কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে চার তারকা মানের একটি চেইন হোটেল। গত ফেব্রুয়ারিতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সেনা কল্যাণ সংস্থার ১৮ তলা ভবনে ‘বেস্ট ওয়েস্টার্ন’ নামের চেইন হোটেল চালু হয়। কিন্তু করোনা শুরু হওয়ার পর তা বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রহমান বলেন, ‘করোনায় হোটেল ব্যবসার অবস্থা খুবই খারাপ। আমাদের দুর্ভাগ্য চালুর পরই করোনা শুরু হওয়ায় হোটেলটি বন্ধ করে দিতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো চালু করবো। তবে আর্থিকভাবে আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি।’
করোনার ছোবল পর্যটন খাতকে ধ্বংস করে দিয়েছে- মন্তব্য করে চিটাগাং চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ‘করোনার কারণে বর্তমান তারকা হোটেলগুলো যেমন গ্রাহক পাচ্ছে না তেমনিভাবে নির্মাণাধীন হোটেলগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো। করোনায় বিপর্যস্ত পর্যটন খাত তাই প্রণোদনা পাওয়ার দাবি রাখে।’
চিটাগাং চেম্বার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ১১তম তলা থেকে ২২ তলা পর্যন্ত একটি চেইন হোটেলের জন্য রাখা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে আমরা এই হোটেল নিয়ে ধীরে চলো নীতি গ্রহণ করেছি।’
এদিকে মেরিডিয়ান বা প্যাসিফিক জিন্স কিংবা বেস্ট ওয়েস্টার্ন ক্ষতিগ্রস্ত হলেও নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলছে নগরীর চার তারকা হোটেল পেনিনসুলা চিটাগাং এর আওতায় নির্মাণাধীন পাঁচ তারকা হোটেলটি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পাশে কর্ণফুলীর মোহনায় নির্মাণ করছে ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’ নামের এ পাঁচ তারকা হোটেল।
কোম্পানির সচিব মোহাম্মদ নুরুল আজিম বলেন, ‘২০২১ সালের শেষে পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন অপারেশনে যাবে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের কাজ এগিয়ে চলছে। বিমানবন্দরের ক্রু, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ঊর্ধ্বতন কর্মকর্তা, মিরসরাই ইকোনমিক জোন ও মাতারবাড়ি প্রকল্প কেন্দ্র করে বহু বিদেশি এই শহরে আসবে। তাদের লক্ষ্য করেই ২০০ কক্ষের এই হোটেলটি নির্মিত হচ্ছে।’
![](https://suprobhat.com/wp-content/uploads/2020/09/IMG-20200915-WA0005-300x146.jpg)