হামলাকারীদের দ্রুত শাস্তি দাবি

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

দেশব্যাপী মঠ মন্দিরে, ম-প, লুটপাট ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিভিন্ন উপজেলা ও জেলায় গণঅবস্থান ও গণঅনশন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান।

কক্সবাজার

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কক্সবাজারে গণঅনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। কক্সবাজার শহরের  পৌরসভা গেট চত্বরে অবস্থান নিয়ে আট দফা দাবি জানিয়ে অনশন ও বিক্ষোভ কর্মসূচি  ঐক্য পরিষদ কক্সবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় ৮ দফা দাবি পেশ করা হয়।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রনজিত দাশ, ট্রাস্টি বাবুল শর্মা, দুলাল চক্রবর্তী, অ্যাডভোকেট তাপস রক্ষিত, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, মিঠু, রাধা গোবিন্দ দাশ ব্রহ্মচারী, উদয় শংকর পাল মিঠু, মাস্টার জেমসেন বড়ুয়া, ডা.চন্দন কান্তি দাশ, সত্যপ্রিয়  চৌধুরী দোলন, ডা.পরিমল কান্তি দাশ, স্বপন পাল নাজির, অ্যাডভোকেট প্রতিভা দাশ, দীপক দাশ, অ্যাডভোকেট বাপ্পী শর্মা, বলরাম দাশ অনুপম, সুজন শর্মা, চন্ডী আচার্য্য , রতন কান্তি দে, জনি ধর, দিপ্তী শর্মা,তপন দত্ত,সুনিল  চৌধুরী, শাওন চক্রবর্তী, দীলিপ দাশ, রাজীব বিশ্বাস,সাগর পাল সাজু, সুমন দে আকাশ,ডা.ক্ষিরোধ কর্মকার প্রমুখ।

কৈবল্যধাম

কৈবল্যধাম বোর্ড অব ট্রাস্টের উদ্যোগে ২২ অক্টোবর  কৈবল্যধাম পাদদেশে নোয়াখালীর চৌমুহনী শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি ক্ষেত্র মন্দির, চৌমুহনী ইস্কন মন্দির, রাধাগোবিন্দ জিউর মন্দির, কালী মন্দির, লোকনাথ মন্দির, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন মঠ, মন্দির ও দুর্গা পূজা মন্ডপসহ সনাতনী সম্প্রদায়ের বাড়ি ঘর লুঠপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং ঠাকুরের চিত্রপট বিগ্রহ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য্য সভাপতিত্বে ও অজয় মিত্র শংকু’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন, এদেশের স্বাধীনতা অর্জনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকলের ঐক্যবদ্ধ অবদান চির স্মরণীয়। জাতিগত সংখ্যালঘু নির্যাতন বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মঠ, মন্দির, আশ্রম সুরক্ষায় প্রশাসনকে আরো দায়িত্বশীল হতে হবে।

বক্তব্য রাখেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী, রুপেশ মহারাজ, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, ট্রাস্টি বোর্ডের সদস্য সজল চৌধুরী, প্রদীপ দত্ত, নারায়ন পাল, মনি লাল দাশ, স্বপন কুমার পালিত, রঞ্জিত কুমার দে, ইঞ্জিনিয়ার সুজিত বসাক, রঞ্জিত সাহা, সমীর পাল, চন্দ্র শেখর দাশ, বাবলা মিত্র, দিলীপ দে, প্রতাপ চৌধুরী, নির্জল সাহা প্রমুখ।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক সজল বরন সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক তুষার ধর, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদর উপজেলার শাখার সভাপতি সুজিত দাশ, অর্পন বিকাশ ত্রিপুরা এবং ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব তাপস ত্রিপুরা।

পটিয়া

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পটিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার ।

পটিয়া থানার মোড় চত্বরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশ সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্র্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্ত্তী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের পটিয়ার সভাপতি মাষ্টার শ্যামল দে, তাপস কুমার দে, পটিয়া পৌরসভা পূজা পরিষদের সভাপতি প্রণব দাশ, সাধারণ সম্পাদক নয়ন শর্ম্মা ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু। বিজ্ঞপ্তি