সুপ্রভাত ডেস্ক :
করোনার আতঙ্কে মানুষ যখন ঘরবন্দী ঠিক তখনই হাঁফ ছেড়ে বেঁচেছে প্রকৃতি। পৃথিবীর বুকে প্রাণভরে বিচরণ করছে প্রাণীকূল। এতে মানুষের সঙ্গে বিষাক্ত প্রাণীরও আজব সম্পর্ক নজরে পড়ছে। এবার মানুষের হাতের তালু থেকে সাপের পানি পানের ঘটনা সবাইকে বিস্মিত করেছে। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা অনায়াসে যেকোনো মানুষের মন ভালো করে দিতে পারে।
সম্প্রতি মন ভালো করার সেই দারুণ ভিডিওটি সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দা। ওই কর্মকর্তার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, সবুজ সুতার মতো লিকলিকে একটি সুন্দর সরু সাপ মানুষের হাতের তালু থেকে চুমুক দিয়ে পানি পান করছে
সাপকে দেখলেই মানুষ মারতে তেড়ে আসে। এতে সাপ হত্যার শিকার হয় বা নিজেকে বাঁচাতে নিষ্ঠুর হয়। কিন্তু মানুষের হাতের তালু থেকে পানি পানের ঘটনাটি নেটিজেনদের মনে নাড়া দিয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
খবর : ডেইলিবাংলাদেশ’র।
ফিচার দেউড়ি