নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »
আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি মাদ্রাসা পরিদর্শন করেন।
এসময় তিনি হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।
হাটহাজারী মাদ্রাসায় আসার পর মাদ্রাসার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া সাথে মতবিনিময় করেন। মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। এর আগে ফটিকছড়ি উপজেলা জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর ও জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা পরিদর্শন করেছেন।