সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
স্কলারশিপ নিয়ে গত দুই বছর ফ্রান্সে অনুশীলন করা আরিফুল ইসলাম টোকিও অলিম্পিকসে রাখলেন উন্নতির ছাপ। ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের এই সাঁতারু। টোকিওতে ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে গেলেন আরেক সাঁতারু জুনাইনা আহমেদও।
টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে শুক্রবার ৩ নম্বর লেনে সাঁতরানো আরিফুল সাঁতার শেষ করেন ২৪ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে। নিজের ৪ নম্বর হিটে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় এবং সব মিলিয়ে হিটে ৭৩ প্রতিযোগীর মধ্যে ৫১ তম হন গত এসএ গেমসে রুপা জেতা এই সাঁতারু।
এ ইভেন্টে ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপসে ২৪ দশমিক ৯২ সেকেন্ড টাইমিং ছিল আরিফুলের আগের সেরা।
টোকিওতে ছেলেদের ইভেন্টে হিট পেরুনো ১৬ সাঁতারুর মধ্যে সবশেষ জনের টাইমিং ২১ দশমিক ৯১ সেকেন্ড।
লন্ডন প্রবাসী বাংলাদেশের সাঁতারু জুনাইনা মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ৩ নম্বর হিটে ১ নম্বর লেনে সাঁতরেছেন। ২৯ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন। হিটে সব মিলিয়ে ৮১জনের মধ্যে ৬৮তম হন তিনি।
২০১৯ সালের দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপসে ৩০ দশমিক ৯৬ সেকেন্ড সময় ছিল জুনাইনার সেরা টাইমিং।
এ ইভেন্টে হিট পেরুনো ১৬ সাঁতারুর মধ্যে সবশেষ জনের টাইমিং ২৪ দশমিক ৭৭ সেকেন্ড।
আরিফুল ও জুনাইনা দুজনেই টোকিও অলিম্পিকে অংশ নেন ওয়াইল্ড কার্ড পেয়ে।