মতবিনিময় সভা
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ. সালাম বলেছেন সমাজ থেকে লোভ, হিংসা, অরাজকতা দূর করতে সুস্থ সংস্কৃতি চর্চার প্রসার ঘটিয়ে শুদ্ধ মননের বিকাশ ঘটানো সম্ভব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বৃহত্তর চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামরুল ইসলাম, রাজনীতিক আইয়ুব খান, নোমান অপু, সুমন শর্মা, চন্দন কুমার বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া, পিন্টু দত্ত তমাল প্রমুখ।
বক্তারা বলেন সাংস্কৃতিক চর্চা সংস্কৃতির অন্যতম অংশ। সামাজিক অস্থিরতা দূরীকরণের একটি প্রধান নিয়ামক হলো সুস্থ সংস্কৃতির চর্চা। বাঙালির রয়েছে ইতিহাসসমৃদ্ধ এক বিশাল সাংস্কৃতিক পরিম-ল। তবে অপসংস্কৃতির আগ্রাসনে আজ আমাদের নিজস্ব সংস্কৃতি হুমকির সম্মুখীন; যা আমাদের জন্য এক অস্তিত্বের সংকট। তাই বিশেষ পরিকল্পনার মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হবে। প্রত্যেক পরিবারের সন্তানদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার মাধ্যমেই গড়ে তুলতে হবে নিজেদের পরিম-ল। বক্তারা আরো বলেন সংস্কৃতির চর্চা মানে গান, নাচ আবৃত্তি, অভিনয়, নাটক, সিনেমা নয়; প্রতিটি স্তরে শুদ্ধ বাংলাভাষার চর্চা করতে হবে। বাঙালি সংস্কৃতিকে সুস্থ সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে বিশ্বের দরবারে মর্যাদার স্থানে নিতে সবাইকে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি