সুবর্ণ জয়ন্তী বৃত্তি চালু করেছে ভারতের সহকারী হাই কমিশন

ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম নগরীর সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে আনুষ্ঠানিকভাবে সুবর্ণ জয়ন্তী বৃত্তি পোর্টাল চালু করেছে।

ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম সুবর্ণ জয়ন্তী বৃত্তি (এসজিএস) পোর্টাল চালু করেছে।

চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন  আইসিসিআর স্কলার এবং আইটিইসি প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ পোর্টাল চালু করেছেন।

এই বৃত্তি ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদির আগ্রহে বাংলাদেশীদের জন্য ভারতের ফ্ল্যাগশিপ স্কলারশিপ স্কিম এবং আইটিইসি প্রোগ্রাম চালু করা হয়। ছাত্রদের জন্য সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ (এসজেএস) এবং কর্মকর্তাদের  জন্য আইটিইসিতে আসন রাখা হয়েছে প্রতিটিতে ৫০০ করে।

এই বৃত্তিগুলি মূলত বাংলাদেশের সেরা প্রতিভাদের আকৃষ্ট করা এবং ভারতের নতুন শিক্ষা নীতির অধীনে দুই দেশের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। এই বৃত্তির জন্য একটি ওয়েব পোর্টাল: https://www.sjsdhaka.gov.in/ খোলা হয়েছে। আগ্রহীরা এই সাইটে প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে যাবেন।

চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি জনাব নাদের খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি।