সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে সহজে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের দেওয়া ৯৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট আর ১৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল সফরকারীরা। গতকাল রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়ান বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলো না বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডারের চার ব্যাটারের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার। ২০ রান আসে অতিরিক্ত খাত থেকে। ১১ রান করেন ফাহিমা খাতুন এবং ১০ রান করেন রিতু মনি। বাকিরা সিঙ্গেল ডিজিট। শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতে চেপে ধরেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা। ৩৯ রানেই ৩ উইকেট তুলে নেয় তারা। অ্যালিসা হিলি ১৫, পোবে লিচফিল্ড ৫ রান করে আউট হন। বেথ মুনি করেন ৮ রান। তবে পুঁজি কম হওয়ার কারণে লড়াইটা চালিয়ে যেতে পারেননি বাংলাদেশ। বাকি রান সংগ্রহ করতে অস্ট্রেলিয়াকে হারাতে হয়েছে কেবল তাহলিয়া ম্যাকগ্রাথের উইকেট। দলীয় ৬০ রানের মাথায় লিচফিল্ডের মত তাহলিয়া ম্যাকগ্রাও রানআউট হন। এরপর এলিসি পেরি ও অ্যাশলে গার্ডনারের ৩৫ বলে অপরাজিত ৩৮ রানের জুটিতে লক্ষ্য টপকে ফেলে অস্ট্রেলিয়া। পেরি ৩৫ আর গার্ডনার ২০ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। খবর জাগোনিউজ’র