বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় ১৪দিন ব্যাপী কঠোর লকডাউনের সরকারি আদেশ বাস্তবায়নের লক্ষ্যে ৬ষ্ঠ দিনের মতো তল্লাশি অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে থেকে মহানগরীর প্রবেশমুখ সিটি গেইট ও অলংকার মোড় চেক পোস্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
নগরীর আরও ৩টি প্রবেশ ও বাহির পথসহ অভ্যন্তরীণ আরো ১৬টি চেক পোস্ট দিয়ে সড়কে চলাচলকারী প্রাইভেট যানবাহন ও রিক্সা ভ্যানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে সিএমপি।
এরই অংশ হিসেবে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে মঙ্গলবার নগরীর প্রবেশমুখ সিটি গেইট ও অলংকার চেক পোস্টে তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
অভিযানকালে সড়কে চলাচলকারী কিছু কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল ও রিক্সা যাত্রীকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল আচরণের নির্দেশ প্রদান করেন তিনি। একইসাথে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণসহ চালক-যাত্রী প্রত্যেককে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়। তল্লাশি অভিযান পরিচালনাকালে ট্রাফিক-পশ্চিম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, কঠোর লকডাউনে সব ধরণের যান্ত্রিক গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে যে সকল গার্মেন্টস, কারখানা ও শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে ঐসব প্রতিষ্ঠান নিজ দায়িত্বে গাড়ির ব্যবস্থা করে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীরা আনয়ন করবে। করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমরা সর্বস্তরের জনগণকে সচেতন করতে চাই। বিজ্ঞপ্তি
মহানগর