নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া »
সাতকানিয়া কথা-কাটাকাটির জের ধরে তিন সহোদরকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ মো.ইসমাইলের ছেলে মো.তারেক (৩২)। গুরুতর আহত তিন জনকে উপজেলার কেরানীহাট আশ শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহাদাত হোসেন (৩৩) মৃত ঘোষণা করেন। অন্য দুই জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১১টার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজির পাড়া এলাকায়।
আহতরা হলেন মো. আনোয়ার হোসেন ও মো. শাহ্ নেওয়াজ। তারা ওই এলাকার মৃত মো. ইউনুসের ছেলে। নিহত মো. শাহাদাত হোসেন ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। মিঠাদীঘি বাজার এলাকায় তিনি বেকারি সামগ্রীর দোকানদারি করতেন।
ঘাতক মো. তারেক বিএনপি কর্মী ও এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। নিহত মো. শাহাদাত হোসেনের ভাই মোহাম্মদ শাহ্ নেওয়াজ বলেন, আমার চাচা তালেব যে বাড়িতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন, তারেক ওই বাড়ির সীমানায় ঢুকে নেশা করতে চেষ্টা করেছিলেন। আমার চাচা বাধা দেওয়ায় তাঁকে মারধর করেন তারেক।
এ ঘটনায় চাচা থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারেক গতকাল রাত ১০টার দিকে আমার ভাই শাহাদাতের দোকানের সামনে এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাহাদাতকে ছুরিকাঘাত করেন তারেক। ভাইকে রক্ষা করতে গেলে বড় ভাই আনোয়ার ও আমাকেও ছুরিকাঘাত করেন।
ঘটনাস্থলে স্থানীয় লোকজন তারেককে পিটুনি দেয়। পরে পুলিশ ছুরিসহ তারেককে আটক করে থানায় নিয়ে আসে।