মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারের চোখ এখন মানুষের পকেটের দিকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে একদম নিঃস্ব করে দিচ্ছে। গত এক বছরে কয়েকবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম । গত বৃহস্পতিবারও এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জনবিরোধী সরকারের জনগণের জন্য কোনো দায়িত্ব নেই বলে তারা এই কাজগুলো করতে পারে। কারণ তাদের তো জবাবদিহি করতে হয় না। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠেছে। এই বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। এতে মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি গতকাল শনিবার বিকালে নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে আগামীকাল সোমবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে যখন জনজীবন বিপর্যস্ত সেই সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের মড়ার উপর খাঁড়ার ঘা। এ মূল্যবৃদ্ধির ফলে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বাড়বে। এই ধরনের উদ্যোগ গণবিরোধী। তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আবার বিদ্যুতের দাম বৃদ্ধি অযৌক্তিক। গাড়িভাড়া, বাড়িভাড়াসহ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে লাগামহীনভাবে। গরিব মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে ক্ষমতাসীন দল। যেন সরকারের কোন দায় নেই।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, হাজী মো. আলী, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।