বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ‘তারুণ্যের তর্জনী’ শীর্ষক আলোচনা সভা নগরীর জেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দবীর উদ্দীনের সভাপতিত্বে ও এম আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবীবুর রহমান হাবীব, মো. আজিম, সাদেকুর রহমান, মোজাম্মেল হক চৌধুরী, আলাউদ্দীন খন্দকার, নায়েবুল ইসলাম ফটিক, এনায়েত উল্লাহ, নুরনবী চৌধুরী, রয়েল দত্ত, আসাদুর রহমান জুয়েল, মুরাদ হোসেন, শেখ ফরিদ উদ্দীন, মো. ইউছুপ, মো. নাছির উদ্দীন, মো. সবুজ হোসেন, নাইমুল করিম, মো. আবুল কাশেম, আবু জাফর চৌধুরী, আমির হোসেন, নিজাম উদ্দিন , একেএম নজরুল ইসলাম চৌধুরী, ইমরান হোসেন, আতিকুর রহমান, রোম্মান করিম, মো. রাশেদ, খোরশেদ আলম, জমিনুল আশরাফ, জিএম ফেরদৌস ও মো. আমিনুল ইসলাম বাবুল প্রমুখ। সভা শেষে সরকারি আধা-সরকারি ও সায়ত্ত্বশাসিত প্রায় ৩১টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠিত হয়।
এতে পরিবার পরিকল্পনার দবির উদ্দীন সভাপতি, চট্টগ্রাম বন্দরের নায়েমুল ইসলাম ফটিক কার্যকরী সভাপতি ও বিআইডব্লিউটিএর এম. আবদুল বাতেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (ত্রি-বার্ষিক) কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি