খাদ্যসামগ্রী বিতরণকালে মোছলেম উদ্দিন
‘করোনা মহাদুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেন বলেই দুর্যোগ বৈতরণী সহজে পার হওয়া সম্ভব হচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশ করোনা টিকা পাওয়ার আগে বাংলাদেশ টিকা পেয়েছে। বর্তমানে রাশিয়া ও চীনের সহায়তায় বাংলাদেশ নিজে টিকা তৈরির উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশের সব সেক্টরের উন্নয়নে নেত্রীর সাহসী প্রদক্ষেপ লক্ষণীয়। আজকে যে বাংলাদেশ বিশ্বে মধ্যম আয়ের দেশ পেরিয়ে উন্নতবিশ্বের কেটাগরিতে পৌঁছেছে শেখ হাসিনার নেতৃত্বে। এককথায় যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ।’
বৃহস্পতিবার দুপুর ১২টায় পাঁচলাইশ ওয়ার্ড এলাকায় খাদ্য সামগ্রী বিতরণকালে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পাঁচলাইশ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এমরান, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল নবী লেদু, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাকুর ফারুকী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম জমির উদ্দিন মানিক, আবু সাদাত মোহাম্মদ সায়েম, জাহাঙ্গীর আলম, আব্দুস শুক্কুর পাঁচলাইশী, আব্দুল আওয়াল, মোহাম্মদ সেকান্দর, সোলায়মান খান নয়ন, সাইফুদ্দীন বাবুল, সাজ্জাদ হোসেন খান,ইলিয়াস খান মিলন, কামাল উদ্দিন, ইফতেখারুল ইসলাম রিপন প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি আমিন শিল্পাঞ্চল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ-সভাপতি রুহুল আমিন মুন্সী, সহ-সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি আবদুল লতিফ, প্রচার সম্পাদক আলাউদ্দিন, ফয়েজ আহমদ, মো. হোসেন, জয়নাল আবেদীন লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি