নিজস্ব প্রতিবেদক »
মধ্যরাতের হালকা বৃষ্টির পর আজ (২ মে) সকাল ন’টা থেকে শুরু হয় ভারী বর্ষণ। প্রায় পৌনে এক ঘন্টার বহু প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি। দাবদাহে অতিষ্ঠ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়।
তবে আশার কথা, আজ চট্টগ্রামে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর বলছে, গতকাল দিবাগত রাত আড়াইটা–তিনটার দিকে প্রথম একদফা সামান্য বৃষ্টি হয়। ওই বৃষ্টির পরিমাপ ছিল ১ মিলিমিটার। এরপর আজ সকাল ৯টার পর বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা কাল বৈশাখীর বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় আবার ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
এদিকে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বৃষ্টি নিয়ে স্ট্যাটাসও দেন।