সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
এশিয়া কাপের ১৬তম আসরের প্রথম দল হিসেবে ফাইনালে ওঠল রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। গত মঙ্গলবার সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলারদের দারুণ নৈপুন্যে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো ভারতীয় দল।
এতে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। ফলে আজ বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বৈরথ অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। ওই মহারণে যারা জিতবে-তারাই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পাবে। তবে সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে নাম লেখাবে কোন দল! খবর ঢাকামেইল’র।
কেননা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে কলম্বোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যার জন্য ভেস্তে যেতে পারে এই ম্যাচ, কেননা রিজার্ভ ডে নেই এই ম্যাচের। ফলে এই ম্যাচটি বাতিল গেলে বিশ্বের ২ নম্বর দল বিদায় নেবে এশিয়া কাপের সুপার ফোর থেকে। তাই পাকিস্তানকে ফাইনালে যেতে হলে লঙ্কানদেরকে হারাতেই হবে।
কারণ ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে চলে গেছে। অপরদিকে দুই ম্যাচে ১টি করে জিতেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। কিন্তু নেট রানে এগিয়ে রয়েছে লঙ্কানরা। -০.২০০ রান রেট নিয়ে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তানের যা -১.৮৯২। ফলে বৃষ্টিতে দুই দলের পয়েন্ট ভাগাভাগি হলে রানরেটে এগিয়ে থেকে ফাইনালে যাবে লঙ্কানরা।
বিশ্বকাপের আগে এশিয়া কাপে ইতোমধ্যেই দুইবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, সুপার ফোরের ম্যাচে বাবর আজমদের হারিয়ে দিয়েছিলেন রোহিত শর্মারা। এবার কি ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ? তার জন্য আজ বৃহস্পতিবারের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।