সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগ শুরু করা শ্রীলঙ্কা তেমন কোনো লড়াই-ই করতে পারল না অস্ট্রেলিয়ার বিপক্ষে। পুরো ম্যাচে ব্যাটে-বলে রাজত্ব করে গেল অজিরা। ফলটাও তাই অনুমেয়, সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল অ্যারন ফিঞ্চের দল।
বৃহস্পতিবার দুবাইয়ে সুপার লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় জয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে থাকার কাজটি কিছুটা এগিয়ে রাখলেন ফিঞ্চ-ওয়ার্নাররা। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কা এই ম্যাচ হেরে কিছুটা হলেও চাপ বাড়াল নিজেদের ওপর।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বড় স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচসেরা অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্কদের দারুণ বোলিংয়ের বিপক্ষেতাদের তিনজন ব্যাটসম্যান ছাড়া কেউই দলকে ব্যাট হাতে পথ দেখাতে পারেননি। কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাসপাকশের মাঝারি ইনিংসে ৬ উইকেটে ১৫৪ রান তোলে লঙ্কানরা।
জবাবে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যাওয়া অস্ট্রেলিয়াকে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের পর স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিসের ব্যাটে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। বল-রানের হিসাব রেখে সাবলীল ব্যাটিং করা অজিরা সহজেই জয় তুলে নেয়। এক বারের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি শ্রীলঙ্কা।
এ মুহূর্তের সংবাদ