জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের উদ্যোগে গণ-আলোচনা সভা ১২ অক্টোবর মহানগর সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমেদের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ এম. জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহফুজুর রহমান খান।
প্রধান অতিথি বলেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে সংগ্রামে শ্রমিক নেতৃবৃন্দের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন ও যুগপথভাবে দেশের উন্নয়নে এদেশের শ্রমিক সমাজ বঙ্গবন্ধুর নির্দেশিত পথে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, শ্রমিকরাই দেশের প্রাণশক্তি। শ্রমিকদের ছাড়া দেশ ও জনগণের উন্নয়ন সম্ভব নয়। আরো বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন, জনতা ব্যাংক সিবিএ সভাপতি আবু তাহের জেহাদী, সাধারণ সম্পাদক নুরুল আবছার, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, নুর ইয়াছিন চৌধুরী, কানিজ ফাতেমা, দেলোয়ার হোসেন, মো. জামাল, মুজিবুর রহমান, মিজানুর রহমান, খোরশেদ আলম, আজগর আলী, জাহিদুল হক, রেজুয়ান হোসেন, সুমন শেখ, জমির উদ্দিন, নাছির উদ্দিন, আলাউদ্দিন, ফেরদৌস আহমদ প্রমুখ সিবিএ-ননসিবিএ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি