নিজস্ব প্রতিনিধি, পটিয়া »
পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নারীদের কল্যাণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে।
তিনি আরো বলেন, জাতীয় মহিলা সংস্থা এ অঞ্চলের নারীদের কর্মদক্ষ করে তুলতে যে অবদান রাখছে তা সত্যিই প্রসংশার দাবিদার। তিনি গতকাল সোমবার দুপুরে পটিয়ায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা কর্মকর্তা শাহানা পারভীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়ার প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার জাহান বেবী, আইসি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর খান, সাইফুল ইসলাম, শাহ আলম খোকন, প্রশিক্ষক সায়মা নওশিন রুনা, কৃষ্ণা রানী দাশ।