চুয়েট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল ভার্চুয়ালি লেখক-গবেষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। পরিচালনা করেন ভিশাল গুপ্ত। প্রেজেন্টেশন উপস্থাপন করেন এলসেভির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক নিথিন রাওয়াত।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “একাডেমিক ক্ষেত্রে কোয়ালিটি জার্নালের গুরুত্ব অপরিসীম। কী পরিমাণ আর্টিক্যাল প্রকাশিত হচ্ছে এবং সেগুলো কোথায় প্রকাশিত হচ্ছে সেটার উপরেই একজন গবেষকের কর্মক্ষমতা ও দক্ষতার পরিচয় বহন করে। ভালো ও মানসম্পন্ন গবেষণাকর্মের নৈতিক ভিত্তিটি মজবুত হতে হয়।
রেড ক্রিসেন্ট
বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আয়োজনে শিক্ষকদের সম্মানে উপহার প্রেরণ করা হয়। গতকাল কলেজ অধ্যক্ষ, প্রধান শিক্ষক, কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ও বিদ্যালয়ে রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাঝে যুব স্বেচ্ছাসেবকরা উপহার তুলে দেন। নগরীর চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ, উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজ, চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজ, বিএফশাহীন কলেজ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম বন্দর কলেজ, পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজ, পাহাড়তলী কলেজ, হাজেরা তজু ডিগ্রি কলেজ, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ড. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়, কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেশিক্ষক দিবসের উপহার প্রেরণ করা হয়।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীরা রেড ক্রিসেন্ট সাথে জড়িত হওয়ার মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছে।
মহানগর