অক্টোবর সেবা মাস উপলক্ষে ১১ অক্টোবর লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোওমার লায়ন রাজশ্রী বড়–য়ার উদ্যোগে আয়োজিত ন্যাশনাল পাবলিক স্কুল ও কলেজে চক্ষু শিবির এবং শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মো. এম মহিউদ্দীন চৌধুরী। তিনি বলেন, আমরা সবাই এখন কঠিন সময় পার করছি, বেঁচে থাকার জন্য নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। বিশেষ করে শিশুদের প্রতি পরিবাবের যতœ একটু বেশি থাকে। শুধু পরিবার নয়,যারা সমাজে সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের প্রতি ও আমাদের সকলকে দৃষ্টি দিতে হবে।এতে অতিথি ছিলেন স্কুলের পরিচালক প্রফেসর মো. হেলাল উদ্দীন, লায়ন হুমায়ন, লায়ন সাহেলা আবেদীন, শাহেদা আক্তার, লায়ন প্রমি সেনগুপ্তা, লায়ন হারুনুর রশিদ, লায়ন তাসরিফ আল ফরমান, লায়ন নিশি, লায়ন রাজশ্রী বড়–য়া, লায়ন গোলাম কাদের মোরশেদ, লায়ন মোর্শেদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর