নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »
হাটহাজারী উপজেলার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকা থেকে ইয়াবাসহ মা এবং ছেলেকে আটক করেছে র্যাব ৭। গতকাল সোমবার বেলা ৩টার দিকে র্যাব এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত রোববার বিকাল ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, সন্দ্বীপ কলোনির মো. ইসমাইলের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও ছেলে মো. তারেক (১৯)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গতকাল বিকালে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার সুপ্রভাতকে বলেন, দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসতঘরের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় ২০ হাজার পিস ইয়াবাসহ মা এবং ছেলে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।