সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন ফারজানা হক। তারপরও বাংলাদেশ হেরে যায় বড় ব্যবধানে। হেরেছে শেষ ম্যাচেও, খুইয়েছে সিরিজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে বড় এক অর্জনে নাম লিখিয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার ফারজানা হক। গতকাল (মঙ্গলবার) প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। এটিই ফারজানার ক্যারিয়ারসেরা ব্যাটিং র্যাংকিং। মেয়েদের আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ অবস্থানও এটাই। তিনি ছাড়া অন্য কেউ সেরা বিশেও উঠতে পারেননি কখনো। এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন বাংলাদেশি লেগস্পিনার রাবেয়া খাতুন। অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম আর বোলিংয়ে চার ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৯০ নম্বরে। খবর জাগোনিউজ’র