সুপ্রভাত ডেস্ক »
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আবার আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে; এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কুতুপালং ৫ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। খবর বিডিনিউজের।
কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এ নিয়ে গত দুই মাসের মধ্যে রোহিঙ্গা ক্যোম্পে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, ‘সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুই ঘণ্টার আগুনে এক শিশু মারা গেছে। শতাধিক ঘর পুড়ে গেছে।’
সামছু-দ্দৌজা বলেন, বিকাল পৌনে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন ছড়িয়ে পড়ায় কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।
‘আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি এপিবিএন, ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’
আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান সামছু-দ্দৌজা।
এর আগে ৯ জানুয়ারি একটি ক্যাম্পে আগুনে সহস্রাধিক ঘর পুড়ে গেছে। এর নয়দিন পর ১৮ জানুয়ারি উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে লাগা এ আগুনে ২৯টি বসত ঘর পুড়ে গেছে। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।