রেফারিজ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আয়োজিত বাফুফে রেফারিজ কমিটি পরিচালিত নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১৬ আগস্ট সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে সনদ বিতরণ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আজীবন সদস্য আবদুল মান্নান, প্রশিক্ষক সুজিত কুমার চন্দন ও নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, সহ-সভাপতি মন্জুরুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া দেবু, যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা, দপ্তর সম্পাদক এ এম এম সৈকত, নির্বাহী সদস্য শরীফ উজ্জামান খান টিপু, খোরশেদ আলম, আবদুল করিম, দিদারুল আলম, নুরুল আফসার, সাইদুল হত প্রমুখ। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন পক্ষে প্রশিক্ষক সুজিত কুমার চন্দন, ও নাজমুল হুদাকে এবং সাফ অনুর্ধ্ব-২০ ফুটবলে রেফারি নাছির উদ্দীনকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি