নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির লরির ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিশু রানী দেবী (১৮) নিজামপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কলেজে প্রাইভেট পড়ার জন্য ঘর থেকে বের হয় মিশু। কলেজ যাওয়ার সময় সড়ক পারাপার হতে গেলে দ্রুত গতির একটি লরি মিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত মিশু উপজেলার খৈইয়াছড়া এলাকার সূর্য মোহন নাথের মেয়ে।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার খবর শুনে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত মিশুর লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


















































