সুপ্রভাত ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবং নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মধ্যে চলছে এক ঠা-া লড়াই। একটি গণমাধ্যমে দীঘিকে টিকটক না করে অভিনয়ে মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন রাফী। এবার বিষয়টি সরব হলেন দীঘি। জানালেন, রাফী নিজেই নায়িকার সঙ্গে টিকটক করেন।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে দীঘি বলেন, ‘কয়েকদিন আগে দেখলাম রাফী ভাইয়া নিজেও টিকটক করেছে। তার দুইটা টিকটক ভিডিও একজন নায়িকার টিকটক আইডিতে আছে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে দেশে এমন কোনো নায়িকা এখন নেই যে টিকটক করেন না। তার নায়িকাদের মধ্যেও অনেকে টিকটক করে। আমাকে পরামর্শ দেওয়ার আগে বড় আয়োজন করে তাদের পরামর্শ দেওয়া উচিত তার।’
এ সময় তিনি আরও বলেন, ‘টিকটকের ব্যপারে তার যদি এতই আপত্তি, সে আমাকে যখন ‘সুড়ঙ্গে’র জন্য ডাকে তখনও তো আমি টিকটক করতাম। এটা যদি ইস্যু হতো আমার মনে হয় না সে আমাকে তার অফিস পর্যন্ত আমাকে ডাকত।’
‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রাফী। এ ছবিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। বিষয়টি সংবাদমাধ্যমে আসার কয়েকদিন পর দীঘি তার ফেসবুকে একটি পোস্ট দেন। জানান, পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন। পরে জানা যায়, ‘সুড়ঙ্গ’ সিনেমায় দীঘিকে নেওয়ার আশ্বাস দিয়ে রাফী নায়িকা করেছেন তমাকে। তার ওই লেখাটির পেছনের অন্যতম কারণ এটি।
এরপরই দীঘিকে টিকটক না করে অভিনয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন রাফী। তিনি বলেন, ‘দীঘির উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটা না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’ এরপর রাফী সম্পর্কে এ তথ্য দেন দীঘি।