নিজস্ব প্রতিবেদক »
২০১৪ সালে নুরুল আলম রাজু হত্যা মামলায় ছয়জন আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামিদের চারজন প্লাতক রয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল হাকিম এ কে এম মোয়াজ্জেম হোসেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলে, জহির, খোরশেদ, রকি, আয়ুব, ইমন এবং দীপু।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর রাজু হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে পাঁচলাইশ থানায় মামলা হয়। এ মামলার রায়ে ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদেস্য আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।
এ মামলায় পনেরো জন অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া অভিযুক্তরা হলেন, আকবর, তারেক, ফয়েজউল্লাহ, আলাউদ্দীন, পিন্টু, রবিন, হায়দার, নুরুল বশর বিল্লু, জাবেদ, জিদান, হাসান, কাকন, জিয়া উদ্দীন, সাজ্জাদ এবং ইলিয়াস।