শোকসভায় আ জ ম নাছির উদ্দীন
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রয়াত দেবাশীষ বুলবুল ছিলেন রাজনীতিতে ত্যাগ আর নিবেদনের অনন্য এক দৃষ্টান্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরাধীনতার শৃঙ্খল থেকে প্রিয় দেশমাতৃকাকে মুক্ত করেছিলেন। আবার যুদ্ধ পরবর্তী সময়ে আর্ত মানবতার সেবায় নিজেকে নিবেদন করেছিলেন। পাথরঘাটা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রয়াত দেবাশীষ গুহ বুলবুলের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উৎপলেন্দু রাহার সভাপতিত্বে শোকসভায় প্রয়াতকে নিয়ে স্মৃতিচারণ করেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, চন্দন ধর, জালাল উদ্দিন ইকবাল, চবি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপিকা রীতা দত্ত, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর হাজী নুরুল হক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ফজলে আজিজ বাবুল, আশফাক আহমেদ, ইসমাইল বালী, জামশেদুল আলম চৌধুরী, আনিসুর রহমান ইমন, পিনাকী দাশ, পরিতোষ দে, মনোজিত দাশ বর্মন, বিজয় বোস, রাজ কিশোর সেনগুপ্ত, লিটন রায় চৌধুরী, সুজয় দাশ, কমল তলাপাত্র, উত্তম দাশগুপ্ত, মদন দাশ, সঞ্চয়ন সেন মিঠু, অরুণ দাশ সাথী, সুচরিত দাশ খোকন, প্রদীপ গুহ, প্রয়াতের ছোট কন্যা নবনীতা গুহ লোচন।
সভা সঞ্চালনা করেন নাট্যজন সুজিত চক্রবর্তী ও সুচরিত চৌধুরী টিংকু। সভার শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রেয়সী রায় এবং তৃপ্তি দাশ। বিজ্ঞপ্তি



















































