নিজস্ব প্রতিবেদক »
বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল নগরীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। নগরীর নিউমাকেট থেকে আগ্রাবাদ, দেওয়ানহাট থেকে বহদ্দারহাট ও চকবাজার থেকে আগ্রাবাদগামী সড়কগুলোতে যান চলাচল সাময়িক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে মানুষ।
গতকাল বুধবার সকাল থেকেই নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুরের পর থেকে জামালখান, লালখান বাজার, নিউমার্র্কেট, আগ্রাবাদ, জিসি মোড়সহ বেশ কিছুস্থানে তিন থেকে চার ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো।
সরেজমিনে দেখা গেছে নিউমার্কেট, বহদ্দারহাট, বন্দর, হালিশহর, খুলশী, চান্দগাঁওসহ নগরী, উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্নস্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগান নিয়ে আসতে শুরু করেন। এ সময় নগরীর কাজীর দেউড়ি থেকে নিউ মার্কেট, চকবাজার থেকে লালখান বাজার আবার নিউ মার্কেট থেকে আগ্রাবাদ এবং বহদ্দারহাট থেকে আগ্রাবাদের রোডে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
সাধারণ যাত্রীরা জানান, বুধবার দুপুরের আগে বিএনপির পদযাত্রা শুরুর আগে থেকেই দলের নেতাকর্মীরা নূর আহমেদ সড়কে এসে অবস্থান নেয়। এ সময় মুরাদপুর থেকে নিউমার্কেট আসা যানবাহনগুলো বন্ধ ছিলো।
বাসচালকরা জানান, বুধবার দুপুর ১২টা থেকেই আগ্রাবাদ থেকে বহদ্দারহাট এলাকা পর্যন্ত যানজটের কারণে একই স্থানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা।
জানতে চাইলে টাইগার পাস এলাকার কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট বলেন, বুধবার দুপুর ১২টা থেকে বিএনপির পদযাত্রার কারণে যানজট হয়েছিলো।
নিউমার্কেটে দায়িত্বরত আরেক ট্রাফিক সার্জেন্ট বলেন, নূর আহমেদ সড়ক থেকে নিউমার্কেট হয়ে স্টেশন রোড দিয়ে দেওয়ানহাটের দিকে যাওয়া পদযাত্রার কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এদিকে বিএনপির পদযাত্রাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর মোড়ে মোড়ে মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ। পদযাত্রা চলাকালীন নিউমাকেট মোড়ের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, পদযাত্রা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা শোনা যায়নি।
দেওয়ানহাট মোড় এলাকায় কর্তব্যরত পুলিশের আরেকটি টিম জানান, বিকাল পৌনে পাঁচটায় পদযাত্রা দেওয়ানহাট আসা পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে পদযাত্রাকে ঘিরে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছিলো মানুষ।
এদিকে পদযাত্রা শেষ হওয়ার পর সন্ধ্যা ৬ টার পর থেকে নগরীতে আর যানজট ছিলো না।
পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ প্রমুখ।