জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ১৩ ডিসেম্বর বিকেল ৫টায় উদযাপিত হয়েছে শিক্ষাবিদ সাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের ৭০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তৃতীয় চোখ প্রকাশিত ‘আপনারে করো উন্মোচন’ সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অধ্যাপক ড. সুমন হায়াত সঞ্চালিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, ক্যাপ্টেন আজিুল ইসলাম, অধ্যাপক ড. হায়াত হোসেন, অধ্যাপক ড. এম এ করিম, কবি নিতাই সেন, কবি আসাদ মান্নানসহ চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সর্বস্তরের সুধীজন।
স্বাগত বক্তব্য দেন তৃতীয় চোখের কর্ণধার কবি আলী প্রয়াস।
প্রধান অতিথি অনুপম সেন বলেন, মোহীত উল আলম বিখ্যাত ‘আলম পরিবারে’র যোগ্য উত্তরসূরি, তিনিও তার বাবার মতো মেধা ও কর্মগুণে সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। দীর্ঘ সময়ের শিক্ষকতা ও বহুবিধ সাহিত্য সৃষ্টির মাধ্যমে সমাজকে আলো দেখাচ্ছেন।
জন্মদিনে সংবর্ধিত মোহীত উল আলম বলেন, জীবন একটি সামগ্রিক প্রক্রিয়া। সমগ্রতার ভেতর দিয়ে জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে হবে। জন্ম-মৃত্যু এই সমগ্রতারই স্বাভাবিক একটি অংশ। ব্যক্তির অর্জন নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই সমাজ-সভ্যতার অগ্রগতি নির্ভর করে, তাতেই মানবসমাজ আলোর সন্ধান পায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি বিশ্বজিৎ চৌধুরী, মহিউদ্দিন শাহ আলম নিপু, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়–য়া, কবি আকতার হোসাইন, কবি জিন্নাহ চৌধুরী, ড. আজাদ বুলবুল, প্রশিক্ষক শামসুদ্দিন শিশির, বিটিভি চট্টগ্রামের পরিচালক মাহফুজা আক্তার, ড. আতাউর রহমান, অধ্যাপক আলেক্স আলীম, অধ্যাপক নাইমা সেহেলী, অধ্যাপক সাদাত জামান খান, মুহাম্মদ শামসুল ইসলাম, অধ্যাপক কবি মুজিব রাহমান, মউদুদুল আলম, ডেইজি মউদুদ, মোহাম্মদ ইউনুচ প্রমুখ।
‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের সাথে সাথে প্রদীপ প্রজ্জ¦লনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমেই সুধীজনরা ‘আপনারে করো উন্মোচন সম্মাননা গ্রন্থে’র মোড়ক উন্মোচন করেন এবং পরিবার ও স্বজনদের নিয়ে কেক কাটেন সম্মাননাপ্রাপ্ত কবি মোহীত উল আলম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, মো. মুজাহিদুল ইসলাম, শাহনাজ পারভীন সিঁথি, নিশাত হাসিনা শিরিন ও গান পরিবেশন করেন দুহিতা চৌধুরী, রুমানা চৌধুরী, শীলা চৌধরী ও প্রিমিয়ার ইউভাসিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি