পবিত্র ঈদ উল আযহা ও করোনা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে দিপঙ্কর দাস বাবুর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর। বক্তব্য রাখেন টিসিজেএ অর্থ সম্পাদক আ. আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ ভাই।
এসময় প্রধান অতিথি আলী আব্বাস বলেন, করোনার এই সংকটময় সময়ে টেলিভিশনে কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা প্রতিনিয়ত সচিত্র প্রতিবেদন তুলে ধরছেন দেশবাসীর মাঝে। মৃত্যুর ঝুঁকি নিয়ে পেশার প্রতি দায়বদ্ধতা থেকে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে। করোনা কালীন পুরো সময় চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্যদের পাশাপাশি অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণসহ মানবিক কাজেও নিজেদের কে নিয়োজিত রেখেছেন। আগামীতেও দেশের যে কোন প্রয়োজনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। টিভি ক্যামেরা জার্নালিস্টদের ঈদ উপহার দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন টিসিজেএ সহ-সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম মামুন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সাইমুম আল মুরাদ, অমিত দাস, সদস্য নাছিরুল আলম, রবিউল হোসেন টিপু, সুমন গোস্বামী, শীতল মল্লিক, আরশাদ আলী, বাসু দে, হারুন উর রশিদ, ইমরান হোসেন ইমু, মো. মনছুর। বিজ্ঞপ্তি
মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছে ক্যামেরা জার্নালিস্টরা
ঈদ উপহার বিতরণকালে প্রেস ক্লাবের সভাপতি



















































