সুপ্রভাত ডেস্ক :
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পাঁচটি সিনেমার কাজ শেষ করেছেন। এর মধ্যে তিনটি কলকাতার, দুটি বাংলাদেশের। প্রত্যেকটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। করোনা ভাইরাসের কারণে ছবিগুলো মুক্তি পাচ্ছে না।
ছবিগুলো হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’।
ছবিগুলো প্রসঙ্গে জয়া আহসান বলেন, প্রত্যেকটি ছবির গল্প সত্যিকার অর্থেই অসাধারণ। ছবিগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি গল্পে আমার চরিত্রে তাদের ভালোলাগা খুঁজে পেতেন।
এই অভিনেত্রী বলেন, যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার, সেখানে সিনেমা মুক্তির কথা আলোচনা করাটা বেমানান। করোনার এ পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। সৃষ্টিকর্তা আমাদের ওপর সহায় হোন, এটাই এখন বড় চাওয়া।
এদিকে আজ জয়া আহসানের জন্মদিন। তবে দিনটি নিয়ে কোনো বিশেষ আয়োজন নেই। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।