নিজস্ব প্রতিবেদক »
মিয়ানমার সীমান্তের ৪ দশমিক ৩ রিকটার স্কেলের ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম ও পাশ্ববর্তী এলাকা। গতকাল রাত ৯টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ঢাকার আগারগাঁও থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমার সীমান্তে ছিল এর উৎপত্তিস্থল।
এদিকে গতকাল রাতের এই ভূ-কম্পন নগরবাসী অনুভব করেছে। তবে বেশি ঝাঁকুনি ছিল না। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের মধ্য দিয়ে একটি ফল্ট লাইন গিয়েছে। তাই এই এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ৫ রিকটার স্কেলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপরও কয়েক বছর পর পর ছয় বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প এই এলাকায় উৎপত্তি হয়ে থাকে।