নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে যায় প্রাইভেট কার। পরে প্রাইভেট কার ও গরু রেখে পালিয়ে যায় চোরের দল।
গতকাল শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার বাইপাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ কারটির দরজা ভেঙে গরুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় প্রাইভেট কার করে গরু চুরি করে পালানোর সময় রাস্তার পাশে খাদে পড়ে যায় কারটি। পরে গরুসহ প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায় চোরের দল। খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটি তুলে দরজা ভেঙে গরুটি উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুব আলম বলেন, শুক্রবার ভোরে বড়তাকিয়া বাজার এলাকা থেকে চোরাই গরু ও সেটি বহনের কাজে ব্যবহৃত একটি পুরানো প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। গরুটির প্রকৃত মালিকের সন্ধান পেলে তাকে বুঝিয়ে দেয়া হবে।