সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
গতকাল (শুক্রবার) জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টিতে প্রথম দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে। আগের দুই ম্যাচে দারুণ ক্রিকেটে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজ হাতছাড়া করতে চায় না। প্রথম দুই টি-টোয়েন্টির পারফরম্যান্স বাংলাদেশের পক্ষেই কথা বলছে। তবে দলটা যেহেতু অস্ট্রেলিয়া, তাই কাজটা মোটেও সহজ হবে না। তাই মাহমুদউল্লাহ-সাকিবদের আত্মতৃপ্তিতে ভুগতে বারণ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন পাপন। সেখানেই এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘অস্ট্রেলিয়া অনেক পেশাদার একটা দল। ওরা শেষ পর্যন্ত লড়ে যাবে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমরা আমাদের সেরাটা দিতে পারলে, আমাদের সিরিজ না জেতার কোনও কারণ দেখি না। কিন্তু আমরা যদি কখনও মনে করি, দুটো ম্যাচ জিতেছি আর বাকিগুলোর যেকোনও একটিতে এমনি এমনি জিতে যাবো, তাহলে এ ধরনের চিন্তা নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জেতা যাবে না। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
আগের দুই ম্যাচে ব্যাটিং ভালো না হলেও পাপন মনে করেন, সামনের ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা ফর্মে ফিরে আসবেন, ‘এই সিরিজে বোলিং এবং ফিল্ডিং অনেক ভালো করেছে। ব্যাটিং কিন্তু ভালো হয়নি। কিন্তু আশা করি, সামনে আরও ভালো হবে। তবে আমার যেটা ভালো লেগেছে যে, মাঠে নামলে যে জিততে পারি, জেতার জন্য খেলবো, এই বিশ্বাসটা এসেছে। এটা থাকা অনেক গুরত্বপূ্র্ণ।’