কক্সবাজারকে স্মার্ট শহরে রূপান্তরের
সুপ্রভাত ডেস্ক
পর্যটন নগরী কক্সবাজারকে একটি আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তরের জন্য ২০ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান আগামী মাসে শুরু হতে পারে।
পর্যটন নগরী কক্সবাজারের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ)।
কক্সডিএ’র চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বলেন, ‘কক্সবাজারকে স্মার্ট শহরে রূপান্তরের জন্য ২০২৩ সাল থেকে ২০৪৩ সাল পর্যন্ত ২০ বছরের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নে আমরা কাজ করছি।’
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারও মতবিনিময় সভায় কথা বলেন।
আকর্ষণীয় ও পরিবেশবান্ধব কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে একটি বিশদ এলাকা পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক অখণ্ড সমুদ্রসৈকতের সৌন্দর্য অক্ষত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কক্সডিএ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা বিদেশিদের জন্য একটি নিবেদিত পর্যটন আকর্ষণ এবং দেশের দীর্ঘতম ও একমাত্র সামুদ্রিক রানওয়েসহ একটি অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার মাধ্যমে কক্সবাজারকে পর্যটন ও বিমান চলাচলের বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে চান।
তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা মাস্টারপ্ল্যান প্রণয়ন করছেন।
এর মধ্যে রয়েছে কৌশলগত নীতি পরিকল্পনা প্রণয়ন, কক্সবাজারের সকল উপজেলা ও সৈকত এলাকার বিশদ এলাকা পরিকল্পনা (৬৯০ দশমিক ৬৭ বর্গ কিলোমিটার) এবং পর্যটন ও আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা।
দুর্যোগ ব্যবস্থাপনা, কক্সবাজারের জন্য স্মার্ট সিটি মডেল প্রণয়ন, পরিবহন ব্যবস্থাপনা, ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থাপনা, ইউটিলিটি ও আর্থ-সামাজিক উন্নয়ন ও সেক্টরাল প্ল্যানও মাস্টারপ্ল্যানের মূল বৈশিষ্ট্য।
বাংলাদেশকে উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত করতে আওয়ামী লীগ সরকার ঘোষিত রূপকল্প ২০৪১-কে সমর্থন দিতে কক্সবাজার বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে। খবর টিবিএস।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- কক্সবাজার থেকে সাবরাং ও কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত ক্যাবল কার স্থাপন, সমুদ্র সৈকতে ওয়াটারস্পোর্ট ও অন্যান্য বিনোদন সুবিধা চালু, ইনডোর বিনোদন পার্ক, কক্সবাজার মেরিনা বে রিসোর্ট, কক্সডিএ কনডমিনিয়াম প্রকল্প, মহেশখালীতে ইকো-রিসোর্ট, জীবন রক্ষা ও সামুদ্রিক পর্যটন বৃদ্ধি, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে রোডম্যাপ প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, সেন্ট্রাল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন, পানি শোধন পরিকল্পনা এবং সি-প্লেন, ক্রুজ শিপ এবং হেলিকপ্টার পরিষেবা প্রবর্তন এবং সমন্বিত কোস্টাল জোন ম্যানেজমেন্ট পরিকল্পনা প্রণয়ন।
কক্সডিএ চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন যে তারা কক্সবাজারে সেন্ট্রাল এসটিপি স্থাপনের জন্য কাজ করছেন, অন্যথায় বঙ্গোপসাগর একটি ডেড জোন হবে এবং বিপুল পরিমাণ পয়ঃনিষ্কাশন সমুদ্রে চলে যাবে।
তিনি বলেন, একবার প্রকল্পগুলো শেষ হয়ে গেলে এগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক অবদান রাখতে পারে।
কক্সবাজারের ঐতিহ্যবাহী লালদীঘি, গোলদিঘী, বাজার ও পুকুর সংস্কার ও পুনর্বাসন এবং কক্সবাজারের জন্য একটি বহুতল ভবন নির্মাণসহ বেশ কিছু প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
কক্সডিএ-এর চলমান উন্নয়ন প্রকল্পগুলো হলো: কক্সবাজারের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ, মহেশখালীতে ভাস্কর্য ও আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ, কক্সবাজারের প্রধান সড়ক (হলিডে ক্রসিং-বাজতঘাটা-লারপাড়া বাসস্ট্যান্ড) সংস্কার ও সম্প্রসারণ।