নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি »
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ইউনিয়ন পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মানিকছড়ি ইউনিয়ন পরিষদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ অনূর্ধ্ব-১৭ বালক দলের ফাইনালে মানিকছড়ি ইউনিয়ন ১-০ গোলে তিনটহরী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। এছাড়া অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে শুধুমাত্র এক দল থাকায় মানিকছড়ি ইউনিয়ন দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম, উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ডা. মো. রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদ,প্যানেল চেয়ারম্যান মো.তৈয়ব আলী, মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।