মেজর (অব.) এমদাদুল ইসলাম »
খৃষ্টপূর্ব কয়েকশত বছর আগে এক চৈনিক পরিব্রাজক চট্টগ্রামের প্রাকৃতিক সৌর্ন্দয বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, “বিউটি রাইজিং ফ্রম মিস্ট অ্যান্ড ওয়াটার। ইতিহাসের পথ পরিক্রমায় এই চট্টগ্রামকে সময়ে সময়ে চৈনিক, আরবীয় আর পর্তগীজরা পোর্ট গ্রান্ডে হিসাবে আখ্যায়িত করেছেন।
ইতিহাস, ঐতিহ্য – বিপ্লব আর বিদ্রোহে চট্টগ্রাম এই উপ-মহাদেশে সব সময় অগ্রণী। মহাত্মা গান্ধীর কণ্ঠে তারই প্রতিধ্বনি “চিটাগাং টু দ্য ফোর” অর্থাৎ চট্টগ্রাম সর্বাগ্রে। ১৮৫৭ সালে এই চট্টগ্রামের মাটিতে ৩৪ ইস্ট বেঙ্গল ইনফেন্ট্রি ব্যাটালিয়নের সৈন্যরা বুকের শাণিত ধারায় স্বাধীনতার জন্য বৃটিশদের বিরুদ্ধে বিদ্রোহের মশাল জ্বালিয়েছিল। আরো পরে স্বাধীনতার ডাক দিয়ে এই চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন মাস্টার দা সূর্য সেন। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতা চট্টগ্রাম: ১৯৪৩ এ তাই স্পন্দিত বুকে লেখেন “জানি তুমি এখনো উদ্দাম/হে চট্টগ্রাম” ।
চট্টগ্রাম শহর প্রকৃতির এক অপার দান। পৃথিবীর বিখ্যাত শহরগুলোর যে সৌন্দর্য, যে প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে চট্টগ্রামেরও রয়েছে তার সব । যেমন হাডসন নদীর এপার ওপার ঘিরে গড়ে উঠেছে নিউ ইর্য়ক, সীন নদীর এপার ওপার ঘিরে গড়ে উঠেছে প্যারিস, টেমস এর এপার ওপার ঘিরে লন্ডন, ভলগার এই তীর আর ঐ তীর ধরে বেড়ে উঠেছে মস্কো। এরকম পৃথিবীর প্রায় সব সৌকর্যম-িত শহরগুলো নদীকে ঘিরে গড়ে উঠেছে অনন্তকাল ধরে। চট্টগ্রামও এর ব্যতিক্রম নয়। কর্ণফুলি নদীর এপার ওপার জুড়ে চট্টগ্রাম শহরের ব্যাপ্তি। তবে চট্টগ্রাম শহর একদিক থেকে ব্যতিক্রম, শহরটি চরম অবহেলিতও ছিল। চট্টগ্রাম শহরের উত্তর অংশ অর্থাৎ কর্র্ণফুলি নদীর উত্তর পার আলোঝলমল আর দক্ষিণ পার অন্ধকারাচ্ছন্ন! কর্ণফুলির উত্তর পার সিটি কর্পোরেশনভুক্ত আর দক্ষিণ পার অজ পাড়া-গ্রাম।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার দূরর্দশী নেতৃত্ব, অতুলনীয় সাহস আর এই শহরের প্রতি মমত্ববোধ কর্ণফুলির দুপারকে আজ একই ধারায় প্রবাহিত হওয়ার, একই উন্নয়নের ছোঁয়ায় আলোকিত হবার সুযোগ অবারিত করে দিয়েছে। বিদ্যমান ব্রিজের পিলার কর্ণফুলির বুকে পলি জমে উঠার অন্যতম এক কারণ হয়ে এর নাব্যতাকে ঝুঁকিতে ফেলেছে। সেখানে কর্ণফুলির তলদেশের টানেল এ নদীকে বাঁচিয়েছে অনাদিকালের জন্য।
কর্ণফুলির এপার ওপার আজ নবর্নিমিত টানেলের মাধ্যমে উন্নয়নের অভিন্ন সুতোয় পরস্পরকে বেঁধেছে। এই টানেলের মাধ্যমে কর্ণফুলির দক্ষিণ পার ব্যাপক শিল্পায়ন তথা উন্নয়নের মহোৎসবে মেতে উঠবে নিঃসন্দেহে। কর্ণফুলি টানেল চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের অফুরন্ত সম্ভাবনাকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে নতুন দ্বার খুলেছে। দক্ষিণ চট্টগ্রাম এখন টানেলের মাধ্যমে মেরিন ড্রাইভ হয়ে যেমন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সাথে সংযুক্ত হবে তেমনি দক্ষিণে মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরের সাথে এর সংযুক্তি নিশ্চিতভাবে বাংলাদেশের শিল্প সম্ভাবনায় এক বৈপ্লবিক পরির্বতন বয়ে আনবে।
মাননীয় প্রধানমন্ত্রী এখনই সময় কর্ণফুলির দক্ষিণ অঞ্চলকে একটি পরিকল্পিত শহর/শিল্পাঞ্চল হিসাবে গড়ে তোলার। অন্যথায় কালক্ষেপণে যত্রতত্র অপরিকল্পিত স্থাপনা এ অপূর্ব অঞ্চলকে জঞ্জালের কবলে ঠেলে দিতে পারে। পদক্ষেপ হিসাবে ঢাকার আদলে অচিরেই চট্টগ্রামকে দুটি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ ঘোষণা দিয়ে এর মাধ্যমে পরিকল্পিত নগরায়ণের বিষয়টি আপনার সদয় বিবেচনায় রাখতে পারেন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রথম প্রধানমন্ত্রীত্বকালে দূরর্দশী আর সাহসী পদক্ষেপে দ্রুততম সময়ে পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি স্বাক্ষর করেছিলেন। তারই ফলশ্রুতি আজকের পার্বত্য চট্টগ্রামে উত্তরের সাজেক থেকে দক্ষিণের থানচি পর্যন্ত অপূর্ব যোগাযোগ ব্যবস্থা। এই শান্তিচুক্তির বদৌলতে পার্বত্য চট্টগ্রামের আম-কাঠাল-আনারস-তরমুজ দেশের প্রয়োজন মিটিয়ে রপ্তানির অপেক্ষায়। পার্বত্য চট্টগ্রাম আমাদের পর্যটনের আজ স্বর্ণদ্বার।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার নেতৃত্ব গুণে এ জাতির জন্য দীর্ঘ প্রতীক্ষিত সমুদ্রের অধিকার আদায় করেছেন। দক্ষিণের সুনীল বিস্তৃত জলরাশি তার বিপুল ঢেউয়ে ঢেউয়ে আজ আমাদের অপার সম্ভাবনার বার্তা দিয়ে যাচ্ছে। সামুদ্রিক মৎস্য, খনিজ ও জ্বালানির উৎস খুঁজে আমাদের অর্থনীতিকে আপনার স্বপ্নের সমান করতে প্রয়োজনে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে একটি গতিশীল মন্ত্রণালয় গঠন করতে পারেন।
মাননীয় প্রধানমন্ত্রী আমরা একটি গৌরাবান্বিত ক্রমবিকাশমান জাতিসত্তা। আমরা আমাদের দক্ষিণাঞ্চলে দীর্ঘ ছয় বছর হতে চলছে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরর্ণাথীকে আশ্রয় দিয়ে চলেছি। এ ঘটনা একটি জাতির সক্ষমতারও পরিচায়ক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বগৌরবে আপনার এই কীর্তি স্মরণ করবে। আমরা বিশ্বে শান্তি স্থাপনে সবচেয়ে অগ্রগামী এক জাতি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন তার সেনাবাহিনীর কীর্তি একদিন বিশ্ব অবাক হয়ে দেখবে। বিশ্ব আজ সত্যিকার অর্থে ইরান-ইরাক যুদ্ধ বন্ধে, কাম্বোডিয়া, পূর্ব তিমুর, সিয়েরা লিয়ন, কঙ্গো, লাইবেরিয়া, বসনিয়া হার্জেগোবেনিয়া, কুয়েত পুনর্গঠন, মধ্য আফ্রিকা, নামিবিয়া, মোজাম্বিক, সোমালিয়া, হাইতি, তাজিকিস্তান, সুদান ইত্যাদি দেশে দেশে শান্তি স্থাপনে বাংলাদেশ সামরিক বাহিনীর ভূমিকা অবাক বিস্ময়ে দেখছে। বিশ্বের যে-কোনো সামরিক বাহিনীর সাথে সক্ষমতার স্বাক্ষর রাখতে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের সেনাবাহিনীকে সম্ভব সব ধরনের আধুনিক অস্ত্রে সজ্জিত করেছেন। কৃতজ্ঞ চিত্তে জাতি আপনার এই অবিস্মরণীয় কীর্তি মনে রাখবে।
মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের একটি মন্তব্যে আপনার নেতৃত্বের যথার্থ প্রতিফলন ঘটেছে। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে “বাংলাদেশ নৌকা থেকে নৌ বহরে রূপ নিয়েছে”, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের মোট প্রবৃদ্ধির ৭৩% অর্জিত হয়েছে।
ওয়াশিংটন পোস্ট সম্প্রতি আপনাকে অভিষিক্ত করতে গিয়ে উল্লেখ করেছেন, This woman is a force,
আপনার এ যর্থাথ প্রাপ্তি। কারণ এ শক্তি দিয়ে আপনি হাজার হাজার গৃহহীনকে গৃহ দিয়েছেন, অসহায় বয়স্কদের পাশে বয়স্ক ভাতা নিয়ে দাঁড়িয়েছেন, মঙ্গাপীড়িত এলাকার মঙ্গা দূর করেছেন। শিক্ষার অগ্রগতি ত্বরান্বিত করতে বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ উৎসব- সবকিছুই ‘দিস ওয়ামেন ইজ এ র্ফোস’ এর প্রতিফলন।
মাননীয় প্রধানমন্ত্রী আজ তথাকথিত প-িতজনেরা আর রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ঘোলা পানিতে মাছ শিকারি বক ধার্মিকরা আমাদের উদ্দীপ্ত উজ্জীবিত মনস্তত্ত্বে নানা ধরনের ভয়ের উপদ্রব সৃষ্টিতে ব্যস্ত। এদেশ তথা এ জাতি দেখেছে কীভাবে কী প্রত্যয়ে একজন প্রধানমন্ত্রী অকুতোভয়ে কভিডের প্রবল ছোবল থেকে সবকিছুকে রক্ষা করেছেন। এখনও এ জাতি আনত শ্রদ্ধায় দেখছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি যখন দিশেহারা তখন কী প্রত্যয়ে আমাদের প্রধানমন্ত্রী জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
কারণ তিনিই এ জাতিকে নৌকা থেকে নৌবহরে পরিণত করেছেন। This woman is a force’. মাননীয় প্রধানমন্ত্রী টানেলের শহরে আপনাকে আবারো স্বাগতম।
লেখক: সামরিক বিশ্লেষক, সাবেক কূটনীতিক এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।
E mail: [email protected]