নিজস্ব প্রতিবেদক »
র্যাগ ডে অনুষ্ঠানের কমিটি গঠনকে কেন্দ্র করে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহাদাত হোসেন চিনান (২০) নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
আহত শাহদাত হোসেন চিনান এ কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি সীতাকু- ফকিরহাট চৌধুরী বাড়ির বাকের মিয়ার ছেলে। তিনি আনোয়ার পলাশ সমর্থক কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহসিন কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের র্যাগ ডে উদযাপনের লক্ষ্যে কলেজ অধ্যক্ষের সাথে দেখা করতে যাচ্ছিলেন চিনানসহ তার কয়েকজন সঙ্গী । এসময় কলেজ ক্যাম্পাসের প্রবেশ করলেই বোরহান, বাপ্পিদের সঙ্গে এ বিষয়ে বাকবিত-া হয়। এতে মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বোরহান এবং আনোয়ার পলাশ গ্রুপের মধ্যে এ বাকবিত-া একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে কলেজ ছাত্রলীগের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। এরপর দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে।
যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ বলেন, ‘র্যাগ ডে পালন কমিটি গঠন নিয়ে আ জ ম নাছির গ্রুপের ছেলেরা আমার কর্মীদের উপর হামলা করেছে। এতে মহসিন কলেজ ছাত্রলীগ কর্মী আবি চিনান গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম কান কেটে গেছে। এ বিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১টায় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের মারামারির ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। এ শিক্ষার্থী হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান সুপ্রভাতকে বলেন, ‘মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলেজের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’