ভোগ্যপণের মজুদ পর্যাপ্ত

খাতুনগঞ্জে পেঁয়াজের বস্তা নিয়ে ছুটছে শ্রমিকরা-রনী দে

বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম খাতুনগঞ্জে
নিজস্ব প্রতিবেদক <
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে খাতুনগঞ্জ ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।
গতকাল সকাল ১১টায় খাতুনগঞ্জ এবং দুপুর ১টায় চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, বাংলাদেশ চা বোর্ডের ডেপুটি ডিরেক্টর মুনির আহমেদ।
পাঁচ লিটার মীর সয়াবিন তেলের দাম লেখা আছে ৬৭০ টাকা। প্রকৃত মূল্য ৬৫০ টাকা। প্রকৃত মূল্যের চেয়ে বাড়তি দাম লেখায় বাজার মনিটরিং টিম মীর ট্রেডিংকে সতর্ক করে। বিভিন্ন পাইকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাজার মনিটরিং টিম। এ সময় তারা দেখেন অনেক প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই, বিভিন্ন পণ্যেরও মূল্য দেয়া নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
‘বাজারে যথেষ্ট মজুদ আছে কিনা?’ জানতে চাওয়া হলে, বাজার মনিটরিং টিমের সদস্য সচিব মুনির আহমেদের বলেন, ‘আমরা যতটুকু দেখেছি বাজারে পর্যাপ্ত মজুদ আছে। পাশাপাশি আমরা ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছি, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না করে’
বাজার মনিটরিং টিমের সদস্য মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বাজারে ছোলা, খেজুর , আটা, ময়দার দাম বাড়েনি। বাজারে ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে।