ভালো কর্মসংস্থানে কারিগরি শিক্ষার বিকল্প নেই: নওফেল

ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের বরণ-বিদায়

ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই দুপুরে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার এবং চসিকের ১নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড এর কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম। এ অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নঈমুদ্দীন হাসান তিবরিজী। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, শুধু মাত্র ভালো রেজাল্ট নয়, সামনের জীবনকে সাফল্যম-িত করতে হলে জীবনমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। ভালো কর্মসংস্থানের জন্য ব্যবহারিক দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ বলে। শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, পুঁথিগত শিক্ষার সাথে প্রায়োগিক শিক্ষা বা লাইফ স্কিল থাকা প্রত্যেকের জন্য আবশ্যক। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন। কারিগরি শিক্ষা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী শিক্ষা উপমন্ত্রীর বক্তব্য বাস্তবসম্মত উল্লেখ করে বলেন, পড়াশুনার সাথে সাথে আমাদের শিক্ষার্থীদেরকে প্রায়োগিক শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে। আর এ প্রায়োগিক শিক্ষা এবং লাইফ স্কিল বাড়াতে সিটি কর্পোরেশনের স্কুলগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আমরা যদি সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে চাই তাহলে অবশ্যই মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নঈমুদ্দীন হাসান তিবরিজী বলেন, চট্টগ্রামে আমরাই প্রথম যারা শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড দিয়েছে। এর মাধ্যমে অভিভাবকগণ তাদের সন্তানদের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন। এর মাধ্যমে অভিভাবকগণ জানতে পারবে তার সন্তান ক্লাসে এসেছে আবার কখন বের হয়েছে। সামনের এই ব্যবস্থাকে আমরা আরও উন্নত করবো। আগামীতে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি উইথ জিপিএস আইডি কার্ড দিবো যাতে করে নিরাপত্তা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, সে সকল কোর্সগুলো জানলে ও শিখলে শিক্ষার্থীরা আরও যুগোপযোগী হবে সে দিকেও আমরা নজর রাখছি। আমাদের এখানে সবাইকে কম্পিউটার শেখানো হয়। ভাষা দক্ষতার কোর্স করানো হয় যার জন্য তাদের থেকে কোন ফি নেয়া হয় না। আমাদের এখান থেকে যারা বের হবে তারা ইংরেজি ও আইটিতে দক্ষতা অর্জন করেই বের হবে । অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি