সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
ভারতের বিরুদ্ধে হোম সিরিজকে সামনে রেখে ঈদের ছুটি পাচ্ছেন না বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। ঈদের পরদিনই মিরপুরে তাদের রিপোর্ট করতে বলা হয়েছে। প্রস্তুতি শুরু হবে পহেলা জুলাই থেকে। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াডও প্রস্তুত করেছে। স্কোয়াডে কোনো চমক নেই। ইমার্জিং দলে যারা ভালো করেছেন তাদের নেয়া হয়েছে। সঙ্গে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররাও আছেন। তবে বাদ পড়েছেন পেসার জাহানারা আলম। খবর রাইজিংবিডি.কম
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ চক্রের ম্যাচ খেলতেই ভারত প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে এই সিরিজের পয়েন্ট হিসেবে আসবে। ৬ জুলাই অতিথিরা বাংলাদেশে আসবে। ৯, ১১ ও ১৩ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডেগুলো হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ১১ বছর পর মেয়েরা মিরপুরে ম্যাচ খেলতে যাচ্ছে। এজন্য বেশ রোমাঞ্চিত জ্যোতি, লতা মন্ডলরা।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানী, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি ও ফাহিমা খাতুন।