বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরীর সাথে আসন্ন মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ-প-িতদের সাথে মতবিনিময় সভা ৩০ জুলাই সকালে নগরীর রহমতগঞ্জস্থ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প-িত পরিমল শাস্ত্রী, বিজয় চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী, সমীর চক্রবর্তী, তপন ভট্টাচার্য্য, ড. শ্রীরাম আচার্য্য, আশুতোষ চক্রবর্তী, উত্তম কুমার চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য সুমন, অনাদি গোবিন্দ চক্রবর্তী, সুবল কান্তি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, আকাশ চক্রবর্তী, উৎপল চক্রবর্তী, তুষার চক্রবর্তী প্রমুখ।
উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি রতœাকর দাশ টুনু, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, রিপন রায় চৌধুরী প্রমুখ।
সভায় মনসা পূজার দিন দশমী তিথি হলেও যেহেতু শ্রাবণ সংক্রান্তি তাই এই দিনে বলি হতে কোন বাধা নেই বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে ব্রাহ্মণ সংসদের পক্ষ থেকে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি
মহানগর


















































