সুপ্রভাত রিপোর্ট »
আমেরিকার বোস্টন শহরের নতুন সংগঠন বোস্টন ইয়ংস্টারস স্পোর্টস ক্লাব। বাঙালি কমিউনিটির তরুণদের নিয়ে গড়ে তোলা হয়েছে এই ক্লাব। আত্মপ্রকাশের শুরুতেই ২১ আগস্ট আয়োজন করলো মিউজিক্যাল নাইট ২০২১। বাংলাদেশের নন্দিত কন্ঠশিল্পী রিজিয়া পারভীন,চ্যানেল আই খ্যাত কৃষ্ণা তিথিসহ অন্য শিল্পীরা দর্শক মাতিয়েছেন। পুরো অনুষ্ঠানস্থল ম্যাকগ্লিনমিডল স্কুল অডিটোরিয়াম ও প্রাঙ্গণ বাঙালি কমিউনিটির পদচারণায় এক টুকরো বাংলাদেশে পরিনত হয়েছিল।
অনুষ্ঠানের আয়োজক সংগঠন বোস্টন ইয়ংস্টারস স্পোর্টস ক্লাবের তরুণ সভাপতি তানভীর মুরাদ জানান, করোনা দুঃসময়ে বন্দি মানুষকে একটু স্বস্তি দেয়ার জন্য এই মিউজিক্যাল শো করা হয়েছে।
ভবিষ্যতে বোস্টন ইয়ংস্টারস স্পোর্টস ক্লাব সেবাধর্মী আরও নানা কর্মসূচি গ্রহণ করবে।
মিউজিক্যাল শোর পাশাপাশি প্রাঙ্গণজুড়ে ছিল শাড়ি ও পোষাকের স্টল এবং পিঠাপুলিসহ নানা দেশিয় খাবারের স্টল যা পুরো আয়োজনকে দিয়েছে মেলার আবহ।