পটিয়া, লোহাগাড়া ও কর্নফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
৮ ডিসেম্বর বিকেল ৩টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরি সংসদের এক সভা সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচন করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাদের বহিষ্কার ও চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্প্রাদক মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুলী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ চৌধরী, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্প্রাদক আলহাজ আবু জাফর, শ্রম সম্প্রাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্প্রাদক বোরহান উদ্দিন এমরান, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, কৃষি সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ, তথ্য সম্পাদক আবদুল কাদের সুজন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আবদুল মতিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রত দাশ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মোস্তাক আহমদ আঙ্গুর, আইয়ুব আলী, ছিদ্দিক আহমদ বি.কম, চেয়ারম্যান নাসির আহমদ, বিজন চক্রবর্ত্তী, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এ কে আজাদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্প্রাদক অধ্যাপক হারুনুর রশিদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর প্রমুখ। বিজ্ঞপ্তি
বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত
দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী সংসদের সভা