নিজস্ব প্রতিবেদক :
গলিত লোহার পানিতে পড়ে জোরারগঞ্জস্থ বিএসআরএম ফ্যাক্টরির ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে মো. কাসেম নামের ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- মো. কাসেম, মো. নজরুল ও জসিম উদ্দিন। তাদের পাঁচজনকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘লোহার গলিত পানিতে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম ফ্যাক্টরির ৫ শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়। তারমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. কাসেম (২৭) নামের একজনের মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। আমরা এখনো তার বাড়ি-ঘরের ঠিকানা পাইনি। এছাড়া বাকি ৪ জনই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
এ মুহূর্তের সংবাদ