নিজস্ব প্রতিনিধি, চকরিয়া »
চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল খালেক (৫৫) নামে এক গ্রামপুলিশ নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গ্রামপুলিশ আবদুল খালেক চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মগছড়া এলাকার মৃত নজু মিয়ার ছেলে। তিনি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। তিনি বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে দুপুরের খাবার সেরে সাইকেল চালিয়ে কর্মস্থল ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস আবদুল খালেককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থল থেকে গ্রামপুলিশ আবদুল খালেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।